সিদ্ধিরগঞ্জ থানার বিএনপির দুই নেতাকে বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১২
অ- অ+

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কাজ-কর্ম করে দলের ভাবমূর্তি বিনষ্ট করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিএনপি নেতা অকিলউদ্দিন ভূঁইয়া ও মো. দেলোয়ার হোসেন খোকনকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিষয়টি এদিন বিকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল।

জানা গেছে, দল থেকে বহিষ্কার করাদের মধ্যে অকিলউদ্দিন ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ও আরেকজন মো. দেলোয়ার হোসেন খোকন (নাসিক) ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া এবং সিদ্ধিরগঞ্জ থানার ৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খোকনকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ জারি হওয়ার সাথে সাথে কার্যকর হবে।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা