এনসিসি ব্যাংকে সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

এনসিসি ব্যাংকে সাসটেইনেবল ফাইন্যান্স বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম.শামসুল আরেফিনের সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, সিআইও মোহাম্মদ আনিসুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালকবৃন্দ সাখাওয়াত হোসেন, আহমেদ যুবায়ের মাহবুব ও মো. আবু রায়হান উপস্থিত ছিলেন।

এছাড়াও, অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানসহ শতাধিক নির্বাহী ও কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন। সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিটের ইন-চার্জ ও নারী ব্যাংকিং প্রধান নিঘাত মমতাজ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বর্তমান প্রেক্ষাপটে সবুজ ও টেকসই অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বিভিন্ন সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে পরিবেশগত দিক বিবেচনার কথা উল্লেখ করে ব্যাংকিং সেক্টরসহ সকল আর্থিক প্রতিষ্ঠানসমূহে এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার পরামর্শ দেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে সবুজ অর্থায়নে ব্যাংকটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা