ভারতে পালানোর সময় বেনাপোলে যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:২৮| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৫৭
অ- অ+

ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দিনকে (৫৩) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। যুবলীগ নেতা তাজউদ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৭ নম্বর পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে। তিনি ভোলা সদর থানার বিস্ফোরক মামলার একজন আসামি। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া ও বেনাপোল (বিজিবি) আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েক সুবেদার ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তারা জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যাবেন। এমন খবরে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। মো. তাজউদ্দিন পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশন অফিসারের কাছে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদকালে তাজউদ্দিন স্বীকার করেন বোরহানউদ্দিন পৌরসভার ৭ নম্বর ওয়াার্ডের কাউন্সিলর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।

এ ছাড়া তিনি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ ভোলা সদর থানার পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
ঢাকা টাইমসে সংবাদ প্রকাশ: সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার 
‘নির্বাচন দিয়ে জনগণের মনের আশা পূরণ করুন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা