শুরুতেই সাজঘরে ফিরে গেলেন তানজিদ হাসান তামিম 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৬:২৮| আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৪৩
অ- অ+

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেম্ তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশর শুরুটা ভালো হলো না। দিনের শুরুতেই সাজঘরে ফিরে গিলেন তানজিদ হাসান তামিম।

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। সৌম্যকে সঙ্গে নিয়ে আফগান বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। তবে নিজের ইনিংসকে বেশিদূর বেশি নিয়ে যেতে পারলেন না তিনি। ১৭ বলে ২২ রান করে আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফারের শিকার হয়ে ফিরে গেলেন সাজঘরে। তার বিদায়ে ২৮ রানে প্রথম উইকেট হারালো বাংলাদেশ।

চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় এই ম্যাচে অভিষেক হচ্ছে আরেক উইকেটকিপার ব্যাটার জাকের আলি অনিকের। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় দলে ফিরেছেন নাসুম আহমেদ।

এদিকে, প্রথম ম্যাচে জয়ের পর প্রত্যাশিতভাবেই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আফগানিস্তান। এই ম্যাচেও টাইগার ব্যাটারদের বড় পরীক্ষায় ফেলতে পারেন আফগান তরুণ স্পিনার গাজানফার।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, রহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ্‌ মোহাম্মদ গাজানফার, নানগেয়ালিয়া খারোটে ও ফজলহক ফারুকি।

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
ঊর্মির জামিন: সরকারকে ধন্যবাদ
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা