প্রধান উপদেষ্টার তিন সহকারী নিয়োগ, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ০৮:১৭| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৪
অ- অ+

একসঙ্গে নিয়োগ দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিনজন সহকারী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত বিশেষ সহকারীরা হলেন- সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) খোদা বকশ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগের গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের বিধি অনুযায়ী প্রধান উপদেষ্টা তাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহায়তা করার জন্য তাদেরকে নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।

এর আগে রবিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয় নতুন তিনজন উপদেষ্টাকে। এদিন সন্ধ্যায় তারা শপথও নিয়েছেন।

নতুন উপদেষ্টারা হলেন- আকিজ গ্রুপের এমডি সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম।

এদের মধ্যে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে মাহফুজ আলমের দপ্তর বন্টন এখনো হয়নি। তিনিই এতদিন প্রধান উপদেষ্টার সহকারীর দায়িত্ব সামলাচ্ছিলেন। রবিবার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন মাহফুজ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
শেখ হাসিনার লুটপাটের চিত্র এখন শিল্পকারখানা ধ্বংসের প্রতিচ্ছবি: শ্রমিক জাগপা
ঢাকাবাসীর প্রতি জাতীয়তাবাদী ছাত্রদলের দুঃখ প্রকাশ
কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা