অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছ থেকে ছেলের অর্থ আদায়ের চেষ্টা, অবশেষে আটক
অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার কাছ অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভিকটিম মো. মুছা শিকদার(২৮) ও তার সহযোগী মো. পারভেজ (২০)।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাদের আটক করে ডিবি । এদিন রাতে ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৩ অক্টোবর দুপুরে যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো. মুছা শিকদার (২৮) নিখোঁজের ঘটনায় তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি হারানো জিডি করেন। সেই হারানো জিডির ছায়া তদন্ত করে সোমবার ওয়ারী এলাকা থেকে তাদের আটক করে ডিবি ।
তিনি বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুছা শিকদার নারায়নগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করে। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার নিকট থেকে সেই টাকা জোগাড় করার জন্য মুছা নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়। পরবর্তীতে তার পরিচিত মো. পারভেজকে দিয়ে তার বাবার নিকট টাকা চাইতে থাকে এবং হুমকি দেয় যে, টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১১নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন