ভয়াবহ বায়ুদূষণ লাহোরে, হাসপাতালে ভর্তি ৯০০ 

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৪, ০৯:১৯| আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১১:৩৮
অ- অ+

পাকিস্তানের লাহোরে ভয়াবহ বায়ুদূষণ চলছে কয়েকদিন ধরে। মঙ্গলবারও ৯০০ ছাড়িয়েছে শহরটির দূষণের মাত্রা। বায়ুদূষণজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে প্রায় ৯০০ জনকে। সূত্র ডন।

পাকিস্তানি এ শহরটির বায়ুদূষণের অবস্থা এতটাই ভয়াবহ যে সম্প্রতি শহরটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি এমন যে, রাস্তায় বের হলে চোখে জ্বালাপোড়া ও গলা জ্বলছে। দরজা-জানালা দিয়ে প্রবেশ করা বিষাক্ত কণার ক্ষতির পরিমাণ কমাতে বাড়িতে খুব কম লোকই এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

এদিকে দূষণের ভয়াবহতা থেকে শিশুদের রক্ষায় লাহোরের পাশাপাশি পাঞ্জাব প্রদেশের আরও কয়েকটি শহরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ১৭ নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে প্রায় দেড় কোটি মানুষের বাস। বিভিন্ন কলকারখানা থাকায় শহরটি প্রায়ই দূষণ তালিকায় শুরুর দিকে থাকে। তবে চলতি নভেম্বরে বায়ুদূষণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে।

এদিকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় মঙ্গলবারও শীর্ষে রয়েছে লাহোর।

আজ সকাল ৯টা ৭ মিনিট পর্যন্ত শহরটির স্কোর ছিল ৯১০, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। অবশ্য ৯টা ১৩ মিনিটে ৭৭০-এ নেমে আসে স্কোর।

বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এসব তথ্য উঠে এসেছে।

তালিকায় এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ৩০৬। এটিও ‘বিপজ্জনক’ মাত্রা।

ঢাকাটাইমস/১২নভেম্বর/এফএ

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা