মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করল প্যারাগুয়ে
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় চলতি মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে খেলবে মেসির দল। ১৫ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে মেসির আর্জেন্টিনা। তবে এই ম্যাচের জন্য একটি নিয়ম বেঁধে দিয়েছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন।
এস্তাদিও দেফেনসোরেস দেল চাকোতে ১৫ নভেম্বর প্যারাগুয়ে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। তবে এই ম্যাচে স্বাগতিক গ্যালারিতে যেন আর্জেন্টিনার জার্সি দেখা না যায়, সেই ব্যবস্থা নিয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।
আর্জেন্টিনা কিংবা মেসি প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেও সেখানে দেখা যায় নিজেদের দল বাদ দিয়ে মেসি কিংবা তার দলকে সমর্থন যোগাচ্ছে সমর্থকরা। যা আবার দারুণ কাজে দেয় দলটিকে আরও ভালো খেলতে। এ আশঙ্কা থেকে এবার মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে।
ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফের্নান্দো ভিলাসবোয়া বলেছেন, 'আমরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছি যে, স্থানীয় গ্যালারিতে প্যারাগুয়ে ছাড়া অন্য জার্সি পরে প্রবেশ করা যাবে না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা সেখানে থাকতে পারবেন না।'
শুধু আর্জেন্টিনা নয়, মেসি ‘১০ নম্বর’ জার্সিও গায়ে জড়ানো যাবে না। মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। এই ক্লাবের ‘১০ নম্বর’ জার্সি গায়েও স্বাগতিক গ্যালারিতে প্রবেশ করা যাবে না। মূলত, স্টেডিয়ামে মেসি-ম্যানিয়া কমাতেই এই নির্দেশনা।
ভিলাসবোয়া বলেছেন, 'এটা কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নয়। আমরা সব ফুটবলারের ক্যারিয়ারকে খুব সম্মান করি। এটি কেবল আমাদের হোম সুবিধার জন্য, যেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার কথা এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।
প্যারাগুয়ের মাঠে ধারণক্ষমতা ৩৫ হাজার। এর মাঝে ৩৩ হাজার ৩০০ টিকেট বরাদ্ধ স্থানীয় দর্শকের জন্য। ১৭০০ টিকেট বরাদ্দ রাখা হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন