চোরাই পথে ঢাকায় আনা শতাধিক মোবাইলসহ আটক ১
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় একটি গাড়িতে অভিযান চালিয়ে শতাধিক বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও হেডফোন উদ্ধার করেছে পুলিশ।
ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আসা মোবাইলগুলো ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রির কথা ছিল।
মঙ্গলবার দুপুরে যাত্রাবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি, মোবাইল জব্দসহ চালককে আটক করে। তার নাম সাফি আলম (৩৪)।
মঙ্গলবার বিকাল ৩টায় ডিএমপির ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ছালেহ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘মাতুয়াইলে যাত্রাবাড়ী থানার দুটি মোবাইল টিম কাজ করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকারকে চ্যালেঞ্জ করা হয়। গাড়িটিতে তল্লাশী চালিয়ে শতাধিক বিভিন্ন ব্রান্ডের মোবাইল ও দেড় শতাধিক হেডফোন উদ্ধার করা হয়েছে। গাড়ি চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।’
ডিসি আরও বলেন, ‘জব্দ করা গাড়ি থেকে উদ্ধার হওয়া মোবাইল ঢাকার কোনো একটি মার্কেটে যাওয়ার তথ্য পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এলএম/এজে)
মন্তব্য করুন