এবার ঢাকায় এসে ডাকাতের হাতে খুন হলেন প্রবাসী চিকিৎসক

প্রতিবছর সেপ্টেম্বরে ঢাকায় আসেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক দম্পতি এ কে এম আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ। কয়েক মাস থেকে ডিসেম্বরে চলে যান। এবারও এসেছিলেন রশিদ দম্পতি। তাদের একজন আজ নেই। ডাকাতের হাতে খুন হয়েছেন আব্দুর রশিদ (৮৫)।
ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বামী আরও আহত হয়েছেন স্ত্রী।
স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, “রাতে ডাকাতদল বাসায় ঢুকে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢাকাটাইমস/১৫নভেম্বর/এফএ

মন্তব্য করুন