এবার ঢাকায় এসে ডাকাতের হাতে খুন হলেন প্রবাসী চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ০৮:৫১| আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৯:০০
অ- অ+

প্রতিবছর সেপ্টেম্বরে ঢাকায় আসেন যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক দম্পতি এ কে এম আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ। কয়েক মাস থেকে ডিসেম্বরে চলে যান। এবারও এসেছিলেন রশিদ দম্পতি। তাদের একজন আজ নেই। ডাকাতের হাতে খুন হয়েছেন আব্দুর রশিদ (৮৫)।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাড়ির পাঁচতলার দ্বিতীয় তলায় এ খুনের ঘটনা ঘটে।

ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্বামী আরও আহত হয়েছেন স্ত্রী।

স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।

দুজনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, “রাতে ডাকাতদল বাসায় ঢুকে অস্ত্রের মুখে দুজনকে জিম্মি করে। ডাকাতি করার সময় বাধা দিলে দুজনকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৫নভেম্বর/এফএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পয়ঃবর্জ্য লেক বা জলাশয়ে গেলে বাড়ির দেয়ালে লাল রং করে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক 
কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম চিরদিন স্বদেশ প্রেমে অনুপ্রাণিত করবে: তারেক রহমান
শহীদ হাসানের প্রতি মুক্তিযুদ্ধ এবং স্বাস্থ্য উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা