২৫ বছর পর বৃদ্ধা জাহানারা বেগমকে খুঁজে পেল পরিবার

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৪১| আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৫:৪৩
অ- অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক এর মাধ্যমে প্রায় ২৫ বছর পর হারিয়ে যাওয়া জাহানারা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে খুঁজে পেয়েছেন তার পরিবার।

শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকা থেকে তাকে নিয়ে যান তার ছোট মেয়ে হাসি আক্তার এবং বোন জামাই মোস্তফা মির্জা।

তিনি বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের আবদুল লতিফ ফরায়েজীর স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী। এর আগে ১৯৯৯ সালে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন।

বৃদ্ধা জাহানারা বেগমের বোন জামাই মোস্তফা মির্জা বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে জাহানারা বেগম তার ৩ বছরের ছোট ছেলে (বর্তমান বয়স ২৮) সাইদুলকে নিয়ে বরগুনা থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় রওনা হন। ভোরে সদরঘাটে লঞ্চ থেকে নেমে ছোট ছেলেকে রেখে টয়লেটে যান। সেখান থেকে বের হয়ে আর ছেলেকে পায়নি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনদের বাসাসহ সব যায়গায় খুঁজে পরিবার হাল ছেড়েই দিয়েছিল। ১০ বছর আগে নিখোঁজ ছেলে সাইদুলকেও খুঁজে পেয়েছে তার পরিবার।

জানা যায়, গত ১৫-২০ দিন ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজারে জাহানারা বেগমকে ঘুরাফেরা করতে দেখা যায়। এর মধ্যে জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপনের বাড়িতে নেয়া হয় এবং পরিচয় জানতে চাওয়া হয়। মানসিকভাবে ভেঙে পড়ায় ঠিকমতো পরিবারের নাম ঠিকানাও অসংলগ্নভবে বলছিলেন। শুধু বোঝা যাচ্ছিলো ‘বরগুনা এবং ঘটবাড়িয়া’ শব্দগুলো। সেই কথাগুলো দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া হয়। এরপরই বরগুনা থেকে তার স্বজনরা যোগাযোগ করেন।

শুক্রবার দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ছোট মেয়ে হাসি বেগম। তিনি বলেন, ‘মাকে খুঁজে পেয়ে যেন আমার পৃথিবী খুঁজে পেয়েছি। আমাদের ছোটরেখেই হারিয়ে যান মা। এখন আমরা সংসার করছি। ধরেই নিয়েছিলাম মায়ের মুখটি আর কখনও দেখতে পারবো না। এত বছর পর খুঁজে পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।’

জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম রিপন বলেন, ‘১৫-২০ দিন ধরেই এই মহিলা আমার দোকানের সামনে অবস্থান করছেন। ৫-৬ দিন ধরে আমার বাড়িতেই খাওয়া দাওয়া করেছেন। এত বছর পর জাহানারা বেগম তার পরিবার খুঁজে পাওয়ায় আমরা আনন্দিত।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা