নতুন মামলায় গ্রেপ্তার আহমদ হোসেন

আদালত প্রতিবেদন , ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৪
অ- অ+

ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এছাড়া একই থানা এলাকায় কিশোর শামীম হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল ফারুক খানসহ পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার সকালে সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করার পর ধানমন্ডি থানায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী থেকে আহমদ হোসেনকে আটক করে ডিবি পুলিশ। পর দিন পল্টনের মুদি দোকানদার নবীন তালুকদার হত্যা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর শামীম হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল ফারুক খানসহ পাঁচজনের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রিমান্ড চাওয়া অপর আসামিরা হলেন- সাবেক এমপি সাদেক খান, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক।

সোমবার সকালে রিমান্ড আবেদনকৃতদের মধ্যে সাদেক খান ও নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। অপর তিন আসামিকে কারাকর্তৃপক্ষ হাজির না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ শুনানি পিছিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকার মিরপুর রোডে গুলিবিদ্ধ হন মো. শামীম। পরবর্তীতে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৩ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করেন নিহতের মা জাহানার বেগম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করা হয়।

(ঢাকাটাইমস/১৮নভেম্বর/আরজেড/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোক্তা কর্মকর্তা জব্বারের মারধরের ভাইরাল ভিডিও ভুয়া ও গুজব
দেশের বাজারে আজ থেকে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১৬৯৯২১ টাকা
রসালো ফল লিচু ক্যানসারের ঝুঁকি কমায়, সংরক্ষণের উপায়
শিল্পী আব্দুল আলীমের সাত পদক-পুরস্কার চুরি: ১৫ দিনেও উদ্ধার নেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা