আখাউড়ায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৫০| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আবাসিক হোটেল থেকে স্বপন ঘোষ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আখাউড়া স্থলবন্দর এলাকার সীমান্ত মার্কেটের হোটেল কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় নিহতের পা রুমের মেঝের সাথে লাগানো ছিল।

নিহত স্বপন ঘোষ ঢাকার ডেমরা এলাকার দুলাল ঘোষের ছেলে।

আবাসিক হোটেলের রেজিস্টার খাতা থেকে নিহতের এ পরিচয় পাওয়া যায়।

হোটেলের কেয়ারটেকার রফিক মিয়া বলেন, ‘রবিবার (১৭ নভেম্বর) স্বপন ঘোষ হোটেলে উঠেন। তার এক বন্ধু ভারতে গেছে। বন্ধুকে নিতে এসেছে বলে জানিয়েছিলেন। সকালে স্বপন ঘোষের কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেই।’

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছমি উদ্দিন বলেন, খবর পেয়ে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লাল গালিচায় মুগ্ধতা ছড়ালেন আলিয়া ভাট
টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ২
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে দেশব্যাপী ডাটা সংগ্রহ শুরু, ময়মনসিংহ সেবাকেন্দ্রে পরিদর্শন টিম
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা