‘কোনো বাবা-মা সন্তানের নাম হাসিনা রাখতে চাইবে না’

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ২০:৪৮
অ- অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, এ দেশের কোনো বাবা-মা তাদের কন্যা সন্তানের নাম আর হাসিনা রাখতে চাইবে না।’ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ আয়োজিত জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অন্তবর্তীকালীন সরকার জনগণের মান্ডেট পাওয়া সরকার নয়। তাই সীমিত সংস্কার করে দ্রুত সময়ে নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

কলেজ মিলনায়তনে উপাধ্যক্ষ তাহমিনা জাহানের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সহকারি অধ্যাপক সানোয়ার হোসেন, পৌর বিএনপির সম্পাদক এসএম মহসীন, সমন্বয়ক ইমন সিদ্দিকী, আন্দোলনে আহত সুজন, চোখ হারানো হিমেল প্রমুখ। এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সশস্ত্র বাহিনীর নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করল সেনাবাহিনী
জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন রাত: জারা
আরও এক সপ্তাহ হাসপাতালে থাকবেন মির্জা ফখরুল
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, নারীসহ আহত ৯ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা