ভারতের কাছে পার্থ টেস্টে হারের পর অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার-গাভাস্কার ট্রফির পার্থ টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বড় হারের পর এবার আরও বড় ধাক্কা খেয়েছে দলটি। অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন তারকা পেসার জস হ্যাজেলউড। সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা গেছে ‘লো গ্রেড লেফট সাইড’ চোটে ছিটকে গেছেন হ্যাজেলউড। যদিও কীভাবে তিনি চোট পেয়েছেন তা বিস্তারিত জানায়নি তারা। অ্যাডিলেড টেস্টে না খেলা হলেও দলের সঙ্গেই থাকবেন হ্যাজেলউড।
সেখানেই নিজের পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। এর ফলে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজের পর পেস ত্রয়ী হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে দেখা যাচ্ছে না। তিনজনে টানা ১০ টেস্টে একসঙ্গে খেলেছেন।
এদিকে হ্যাজেলউডের বদলি হিসেবে দুজন পেসারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে যুক্ত হচ্ছে শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনই এর আগেও টেস্ট দলে ডাক পেয়েছেন। তবে অভিষেক হয়নি কারোই। এবারও তাদের কারো অভিষেকের সম্ভাবনা খুব একটা নেই।
হ্যাজেলউড না থাকায় অস্ট্রেলিয়ার একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। বিকল্প পেসার হিসেবে আগেই তাকে স্কোয়াডে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত ১০ টেস্টে খেলার সুযোগ পেয়ে ৩৫টি উইকেট তুলে নিয়েছেন এই ৩৫ বছর বয়সী পেসার।
যদিও গত বছরের জুলাইয়ের পর টেস্ট খেলা হয়নি তার। এদিকে অ্যাডিলেডে হ্যাজেলউডের শূন্যতা বেশ ভালোভাবেই টের পেতে পারে অজিরা। কারণ এই মাঠেই সর্বশেষ দেখায় ভারতকে ৩৬ রানে অল আউট করে দিয়েছিল অজিরা। সেই ইনিংসে ৮ রানে ৫ উইকেট শিকার করেছিলেন হ্যাজেলউড।
(ঢাকাটাইমস/৩০ নভেম্বর/এনবিডব্লিউ)
মন্তব্য করুন