তিন বন্ধুর ‘শাদী মোবারক’

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬
অ- অ+

একসঙ্গে বহু নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, শামীম জামান ও আ খ ম হাসান। ব্যক্তিজীবনে তারা ভালো বন্ধুও। জনপ্রিয়তার বিচারে কমবেশি পার্থক্য থাকলেও সেটির প্রভাব পড়েনি তাদের বন্ধুত্বে।

তিন বন্ধুর মধ্যে শামীম জামান অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক নির্মাণ করেন। তার পরিচালিত বেশিরভাগ নাটকেই অভিনেতা হিসেবে পাওয়া যায় অন্য দুই বন্ধুকে। সেই সূত্রে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সম্প্রতি শামীম জামান শুটিং শুরু করেছেন নতুন ধারাবাহিকের। নাম ‘শাদী মোবারক’। আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় নাটকটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন শামীম জামান। পূবাইলে শুরু হওয়া নাটকটির শুটিংয়ে তিন বন্ধুই অংশ নিয়েছেন।

নাটকটিতে দেখা যাবে, পাঁচ ভাইবোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান। বড় ভাইয়ের চেহারা একটু কালো থাকায় বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ, বাবা শফিক খান দিলু বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইদের বিয়ে করাবেন না। এ নিয়েই সংসারে বিপত্তি।

শামীম জামান বলেন, ‘ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্প নিয়েই নাটকটির গল্প এগোবে। আমার বিশ্বাস দর্শকরা ধারাবাহিকটি দেখে বিনোদিত হবেন।’

এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন- জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয়রাজসহ অনেকেই। শিগগিরই মাছরাঙা টিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আজ পবিত্র আশুরা শোক ও ত্যাগের মহিমাময় দিন
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা