ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুম ও নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার র্যাবের সাবেক কর্মকর্তা সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার বেলা ১১টায় র্যাবের সাবেক এই কর্মকর্তাদের গাজীপুরের কাশিমপুর কারাগারের হাই সিকিউরিটি সেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে গত ২৮ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দিয়েছিলেন।
আরও পড়ুন>> অতিরিক্ত পুলিশ সুপার আলেপ গ্রেপ্তার, রিমান্ড আবেদন
আরও পড়ুন>> হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন দুই দিনের রিমান্ডে
আরও পড়ুন>> যেসব কর্মকাণ্ডের জন্য বিতর্কিত আলেপ
ওইদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খান হত্যার ঘটনায় করা মামলায় জেলহাজতে রয়েছেন- এই দুই কর্মকর্তা। তাদেরকে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করার জন্য এদিন আবেদন করেন প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২ ডিসেম্বর হাজির করার আদেশ দেন।
দুই কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে উল্লেখ করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, “ট্রাইব্যুনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। ট্রাইব্যুনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। ২ ডিসেম্বর অভিযুক্ত দুই সাবেক র্যাব কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।”
(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এফএ)
মন্তব্য করুন