জ্যামাইকা টেস্ট: স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:১৭
অ- অ+

জ্যামাইকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তাণ্ডব চালাচ্ছেন বাংলাদেশের বোলাররা। টাইগার বোলারদের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে গেছে ওয়েস্ট ব্যাটিং লাইন আপ। যার ফলে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে লাঞ্চ বিরতিতে গেছে স্বাগতিকরা। বাংলাদেশর চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ২৯ রানে।

আজ সোমবার (২ ডিসেম্বর) আগের দিনের ৭০ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নামেন ওয়েস্ট ইন্ডজের দুই অপরাজিত ব্যাটার ক্রেইগ ব্রাফেট ও কিসি কার্টি। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। তবে তাদের জুটিকে তৃতীয় দিনে আর বেশিদূর এগোতে দেননি পেসার নাহিদ রানা।

নাহিদ রানার বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ক্রেইগ ব্রাফেট। আউট হওয়া আগে করেন ১২৯ বলে ৩৯ রান। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি।

ক্রেইগ ব্রাফেটের পর কাভেম হজকেও সাজঘরে ফেরান নাহিদ রানা। নাহিদের বলে ১২ বলে ৩ রান করে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিযনের পথ ধরেন কাভেম হজ। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ৯৪ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

নাহিদ রানার পর ওয়েস্ট ইন্ডিজ শিবিকরে আঘাত হানেন তাসিকন আহমেদ। তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান আলিক আথানজে। আউট হওয়ার আগে করেন ৯ বলে ২ রান।

আলিক আথানজের পথ ধরে সাজঘরে ফিরে যান জাস্টিন গ্রেভসও। তাইজুলের বলে বোল্ড হয়ে সাজঘরেন ফিরে যান তিনি। তিনিও ৯ বলে ২ রান করে পথ ধরেন প্যাভিলিয়নের। জাস্টিন গ্রেভসের বিদায়ে ১০৫ রানেই ৫ উইকেট হারালো স্বাগতিকরা।

১০৫ রানে ৫ উইকেট হারানোর পর জশুয়া ডি সিলভাকে নিয়ে জুটি গড়েন কিসি কার্টি। তবে বেশিদূর আগানোর আগেই জোড়া আঘাত হেনে এই দুই ব্যাটারকে ফেরান আরেক পেসার হাাসান মাহমুদদ। জশুয়া ডি সিলভা ৯ বলে ৫ ও কিসি কার্টি ১১৫ বলে ৪০ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে পথ দরেন প্যাভিলিয়নের। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

দলের বিপদ আরও আরও বাড়িয়ে দলীয় ১২৩ রানে সাজঘরে ফিরে যান আলজারি জোসেফ। ১০ বলে মাত্র ৭ রানে করে নাহিদ রানার চতুর্থ শিকার হয়ে প্যাভিলিযনের পথ ধরেন তিনি।

আলজারি জোসেফের বিদায়ের পর জুটি গড়েন কেমার রোচ ও শামার জোসেফ। লাঞ্চের আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা। এই জুটিতে ভর করে ৬২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে লাঞ্চ বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশর চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ২৯ রানে।

(ঢাকাটাইমস/০২ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ: ভারতসহ সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
শীতে হাত-পায়ের চামড়া উঠে বিশ্রি অবস্থা? সমাধান ঘরেই
উপেক্ষিত বাবর, সমাদৃত বাবর!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা