বিকালে নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে সংস্কার কমিশন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৭| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫
অ- অ+

আজ নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিকাল ৩টায় নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধানের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাতের জন্য ৪ ডিসেম্বর বিকাল ৩টায় (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) অনুষ্ঠানের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে সিইসিসহ চার ইসিকে নিয়োগ দেওয়া হয়। সিইসি পদে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়োগ দেন।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাছউদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: বগুড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙ্গাবালীতে দেড় লাখ মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
কলকাতায় সম্মাননা পেলেন নাট্যজন সেলিম রেজা সেন্টু
আয়ানের মৃত্যু: দুই চিকিৎসক ও ইউনাইটেড হাসপাতালকে দায়ী করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা