চা-শ্রমিক সেজে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলেন দুই অধিনায়ক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
অ- অ+

ঘরের মাঠে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। ওয়ানডে সিরিজ শেষে এবার এই দুই মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। টি-টোয়েন্টি এই সিরিজটি অনুষ্ঠিত হবে চায়ের দেশ সিলেটে। এবার অভিনব কায়দায় আয়োজিত হলো দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

আজ (বুধবার) দুপুরে ১৭০ বছরের পুরোনো সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।

ট্রফি উন্মোচনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে সাজানো হয়েছে চা শ্রমিকের বেশে। সেই চা শ্রমিকের বেশেই অফিশিয়াল ফটোশ্যুট সেরেছেন তারা। অভিনব কায়দার এই ট্রফি উন্মোচন সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে বেশ।

বাংলাদেশে এর আগেও চা বাগানে ট্রফি উন্মোচনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তবে দুদলের অধিনায়ককে চা শ্রমিক সাজিয়ে এমন অভিনব কায়দায় ট্রফি উন্মোচন এবারই প্রথম।

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল (৪ ডিসেম্বর) আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৭ ডিসেম্বর। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ৯ ডিসেম্বর। সবগুলো ম্যাচই আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

(ঢাকাটাইমস/০৪ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৭ বছর পর কারামুক্ত লুৎফুজ্জামান বাবর
শিশুর চোখে ভুল অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার
বিদায়ী ভাষণে ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের থেকে মার্কিনিদের সতর্ক করলেন বাইডেন
বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা