সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৯| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:২৮
অ- অ+

আয়ারল্যান্ডের বিপক্ষে হার দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন জ্যোতি-নাহিদারা।

শনিবার সিলেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড।

সিরিজ রক্ষার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগ্রেসরা। একাদশ থেকে বাদ পড়েছেন ঋতু মণি এবং ফারিহা ইসলাম তৃশা। এই দুজনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ফাহিমা খাতুন এবং সানজিদা আক্তার মেঘলা।

এদিন দুটি পরিবর্তন এনেছে আইরিশরাও। আভা ক্যানিং এবং উনা রেমন্ড-হোইয়ের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আলানা ডালজেল ও রেবেকা স্টোকেল।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, ফাহিমা খাতুন, শোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, তেজ নাহার, সানজিদা আক্তার মেঘলা এবং জান্নাতুল ফেরদৌস সুমনা।

আয়ারল্যান্ড একাদশ: গ্যাবি লুইস (অধিনায়ক), অ্যামি হান্টার, ওরালা প্রেন্ডারগাস্ট, আলানা ডালজেল, লরা ডেলানি, রেবেকা স্টোকেল, সারাহ ফোর্বস, আর্লেন কেলি, লেয়া পল, ফ্রেয়া সার্জেন্ট এবং অ্যামি ম্যাগুয়ার।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা