এশিয়া কাপ ফাইনাল: ভারতের বিপক্ষে লড়াকু সংগ্রহ গড়ল বাংলাদেশ
এশিয়া কাপ ফাইনাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমে জুনিয়র টাইগাররা ১৯৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রতিপক্ষকে।
রবিবার (৮ ডিসেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার কালাম সিদ্দিকী মাত্র ১ রানেই বিদায় নেন। তার সঙ্গী জাওয়াদ আবরারও বেশি দূর যেতে পারেননি, ৬৫ বলে ২০ রান করে আউট হন।
অধিনায়ক আজিজুল হক তামিমের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও তিনিও ব্যর্থ হন। মাত্র ১৬ রান করেই তিনি সাজঘরে ফেরেন। তবে শিহাব জেমস এবং রিজানের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনই ভালো শুরুর ইঙ্গিত দিলেও ফিফটি স্পর্শ করতে ব্যর্থ হন। শিহাব ৬৭ বলে ৪০ রান করে আউট হন, আর রিজান ৬৫ বলে ৪৭ রান করে বিদায় নেন।
১৫৫ রানে ৬ উইকেট হারানোর পর দলের ব্যাটিং বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটার ফরিদ হাসান। তাকে সঙ্গ দেন মারুফ মৃধা। ফরিদ দায়িত্বশীল ব্যাটিং করে ৪৯ বলে ৩৯ রান করেন, তবে ৪৯তম ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন। শেষ পর্যন্ত মারুফের অপরাজিত ১১ রানে ভর করে বাংলাদেশ ১৯৮ রানের সংগ্রহ গড়ে।
ভারতের হয়ে বল হাতে কার্যকর ভূমিকা রাখেন হার্দিক রাজ, যুধাজিৎ গুহ এবং চেতন শর্মা, যাদের প্রত্যেকেই শিকার করেন দুটি করে উইকেট। কিরণ চোরমলে, কেপি কার্তিকেয়া এবং আয়ুশ মাত্রে নেন একটি করে উইকেট।
এখন ভারতের সামনে শিরোপা জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য তাড়া করার চ্যালেঞ্জ।

মন্তব্য করুন