শ্রীপুরে ১১ মাসের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৪১| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর স্টেশনে ১১ মাসের মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাসরিন আক্তার নামে এক নারী। এই ঘটনায় ভাগ্যক্রমে শিশুটি বেঁচে গেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাসরিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙাব গ্রামের রাসেল আহমেদের স্ত্রী।

রাসেল একটি পোশাক কারখানায় চাকরি করেন। স্বামীর চাকরির সুবাদে তিনি শ্রীপুরের মুলাইদ গ্রামে স্বামীর সাথে একটি ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় ও নিহতের স্বজনেরা জানান, সাতখামাইর রেল স্টেশনের কিছুটা উত্তরে আমতলা নামক স্থানে সকাল থেকেই নাসরিন বসেছিলেন। এক পর্যায়ে তাকে মোবাইলে কারো সাথে জোর গলায় ঝগড়া করতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টার পর ময়মনসিংহগামী একটি ট্রেন এলে হঠাৎ শিশুকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন নাসরিন। চলন্ত ট্রেনের ধাক্কায় তারা দুজন রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নাসরিনের মৃত্যু হয়। তবে, গুরুতর আহত হয় শিশুটি। আহত অবস্থায় ওই শিশুকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত নাসরিনের স্বামী রাসেল আহমেদ বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই আমার স্ত্রী ও সন্তান ঘরে নেই। আশপাশে খুঁজেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি বাড়ির মালিককে জানাই। এরপর নাসরিনকে মোবাইলে কল দিয়ে তার সঙ্গে কথা বলতে চেষ্টা করি। এক পর্যায়ে নাসরিন ফোন রিসিভ করে জানায় তার সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথায় গেছে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে সেটি বন্ধ করে রাখে।'

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, 'সাতখামাইর রেলস্টেশনের পাশে একটি দুর্ঘটনায় কোলে বাচ্চাসহ এক মহিলা আহত হয়েছেন বলে শুনেছি। আমি রেলওয়ে পুলিশকে খবর দিয়েছি।’

(ঢাকা টাইমস/০৯ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই মামলায় সাবেক এমপি মমতাজের ৬ দিনের রিমান্ড
‘মব তৈরি করে যদি রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের দরকার কী?’
হেয়ার রোড মুক্ত হয়নি, এবার শাহবাগ অবরোধ ছাত্রদলের, যানজটের বিশাল বিস্তৃতি
অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলোকে ঝুঁকিতে ফেলেছে: হিউম্যান রাইটস ওয়াচ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা