সাকিব-সৌম্যর পর লঙ্কান টি-টেন লিগে রনি তালুকদার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৯
অ- অ+

টেস্ট কিংবা ওয়ানডের চেয়ে চার-ছক্কার বৃষ্টি বেশি দেখা যায় টি-টোয়েন্টি ক্রিকেটে। আর তাই দিন দিন জনপ্রিয়তা বেড়েই চলেছে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে। তবে টি-টোয়েন্টির পাশাপাশি দশ ওভারের টি-টেন লিগেরও জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আর তাইতো আবুধাবিতে আর জিম্বাবুয়ের পর এবার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও বসবে টি-১০ ক্রিকেটের আসর। আর তাতে আগেই নাম লিখিয়েছিলেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান এবং সৌম্য সরকার।

আর আজ তৃতীয় বাংলাদেশি হিসেবে এই আসরে নিজের খেলার কথা নিশ্চিত করেছেন ওপেনার রনি তালুকদার। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজ থেকে জানালেন এই কথা। সবকিছু ঠিকঠাক থাকলে কলম্বো জাগুয়ার্সের জার্সিতে দেখা যাবে রনিকে।

ফেসবুকে এক পোস্টে এই টাইগার ওপেনার লিখেছেন, ‘২০২৪ সালের লঙ্কা টি-টেন সুপার লিগে খেলার ব্যাপারে আমি দারুণ রোমাঞ্চিত। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। একটি ভালো মৌসুমের আশা করছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে রনি তালুকদার নিয়মিত পারফরমার। ডিপিএল, এনসিএলে ধারাবাহিকভাবে রান করে গেছেন তিনি। তবে জাতীয় দলে সেভাবে সুযোগ পাননি। বিপিএলে ধারাবাহিক ভালো খেলায় জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পেয়েছিলেন তিনি। শুরুটা আশা জাগানিয়া হলেও পারফরম্যান্স ধরে রাখতে না পারায় বাদ পড়ে গেছেন। ওয়ানডে ফরম্যাটেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ তিনি। বর্তমানে জাতীয় দলের পরিকল্পনায় নেই তিনি।

জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১ টি-টোয়েন্টি খেলেছেন রনি তালুকদার। ১০ ইনিংসে ২২ গড়ে করেছেন ২২৪ রান, স্ট্রাইক রেট ১৩৫.৭৫। বিপিএলে এখন পর্যন্ত ৬টি দলের হয়ে ৭০ ইনিংস ব্যাট করেছেন রনি। তাতে ১৯ গড়ে করেছেন ১ হাজার ৩২৩ রান।

রনি লংকান টি-টেন লিগে দেখা পাবেন আরও দুই জাতীয় দলের সতীর্থের। ড্রাফটের আগেই প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল গল মারভেলস। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ড্রাফট থেকে দল পেয়েছিলেন সৌম্য সরকার। তিনি খেলবেন হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ১০ ওভারের এই লঙ্কান টুর্নামেন্টের এবারের আসর। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএফআইসি ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
মিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মামুন হাসান
অভিযোগ ভিত্তিহীন, বিসিএস ভাইভার প্রস্তুতি নিতে পদত্যাগ করেছিলাম: জিজ্ঞাসাবাদ শেষে মোয়াজ্জেম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা