শেখ হাসিনার বিচারের দাবিতে রূপগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্বিচারে গুম-খুনের এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাওন শাকিল ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আকিব হাসান প্রমুখ।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এমআই)

মন্তব্য করুন