মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাটিংয়ে নেমে টাইগারদের শুরুটা ভালো হলো না। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডারঅ ডার ফলে মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের ওপেনিংয়ে পরিবর্তন আনে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে নামেন লিটন দাস। তবে এতেও লাভ হয়নি। ব্যর্থতার বৃত্তে বন্দী লিটন আজও ফিরে গেছেন খালি হাতেই। ১০ বলে মাত্র ৩ রান করে আকিল হোসেনের বলে স্টাম্পিং হয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৮ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন তানজিদ হাসান তামিম। তবে তিনিও আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন। রোস্টন চেইসের বলে বোল্ড হয়ে ৪ বলে মাত্র ২ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে ১১ রানেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
১১ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। জুটি গড়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন তারা। তবে নিজেদের জুটিকে খুব বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।
দলীয় ৩৯ রানে রান আউটের শিকার হয়ে সৌম্য সরকার ফিরে গেলে ২৮ রানে ভেঙে যায় এই জুটি। সৌম্যের বিদায়ে ৩৯ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।
প্রথম ম্যাচের জয়ী একাদশ থেকে এদিন একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অফফর্মে থাকা আফিফ হোসেনের বদলি হিসেবে মেহেদী হাসান মিরাজকে একাদশে ডেকেছে টাইগাররা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের একাদশে নেই কোনো পরিবর্তন। আগের ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা। বাংলাদেশের একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, আকিল হোসেন, ওবেড ম্যাককয়।
(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন