আলোচিত সেই টুইটের ব্যাখ্যা দিয়ে যা বললেন ফখর জামান 

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪
অ- অ+

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজ চলাকালীন সিরিজ থেকে বাবর আজমকে বাদ দেয় পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। আর এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন ফখর জামান। যার ফলে প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর পিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরেন তিনি।

এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরের পক্ষে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন ফখর। তিনি স্বীকার করেছেন, এমন টুইট করা উচিত হয়নি। তবে এটাও বলেছেন, বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি।

বাবর আজমকে নিয়ে করা সেই টুইট প্রসঙ্গে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’

অবশ্য নিজের পক্ষে কিছুটা মত এদিনও দিয়েছেন ফখর। তিনি এখনো মনে করেন বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছে। আর সেই ভাবনা থেকেই ছিল টুইট, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেয়া হয়।’

ফখর অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন। সেইসঙ্গে সতর্ক করেছেন তরুণ ক্রিকেটারদেরও, ‘আমি বুঝতে পারছি যে, কেউই বোর্ডের উর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এটাও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের উর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যা, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’

(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক: এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা
৪৩তম বিসিএসে বাদ পড়া ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ: মেধা তালিকায় নাম থাকলেও পদবঞ্চিত অনেকেই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা