চুয়াডাঙ্গায় প্রাথমিকের ডিজিটাল স্ক্রিনে ‘আ.লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ১১:০৭
অ- অ+

চুয়াডাঙ্গার একটি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ঙ্কার রুপে ফিরবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়।

জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের স্কিনে এ লেখা দেখতে পায় এলাকাবাসী।

বুধবার বিকাল থেকে লেখাটি ভেসে ওঠে। পরে সন্ধ্যার পর ডিজিটাল স্ক্রিনের ওই লেখার খবর এলাকায় ছড়িয়ে পড়ে, সবার নজরে আসে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ডিজিটাল স্ক্রিন বন্ধ করে দেয়। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানতে পেরেছি।’

এ বিয়য়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন হোসেনের সরকারি মোবাইল নাম্বারে কল করলে তিনি সাড়া দেননি।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি
পঞ্চগড়ে রাস্তার কাজে অনিয়ম, অস্বীকার করায় এলজিইডি কর্মচারীকে গণপিটুনি
সাতক্ষীরায় জমি দখলকে কেন্দ্র করে পাঁচজন গুলিবিদ্ধ, আটক ৪
শার্শায় সরকারি চালের বস্তা ছিনতাই, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা