সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডি উধাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৫, ২২:২৩
অ- অ+

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। আইডিটি হ্যাক করা হয়েছে নাকি ডিঅ্যাক্টিভ করে রাখা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে তার আইডিটি পাওয়া যাচ্ছে না। তবে Crack Platoon Bangladesh Cyberforce নামের ফেসবুক পেজের একটি পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, এর পেছনে তাদের ভূমিকা থাকতে পারে।

জুলকারনাইন সায়ের গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ওই সরকারের সময়ে তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দুর্নীতি নিয়ে আল-জাজিরার করা একটি রিপোর্টের তার ভূমিকা ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আল-জাজিরার হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থপাচার ও যুক্তরাজ্যে বিপুল সম্পত্তি কেনার বিষয় নিয়ে তিনি অনুসন্ধানী প্রতিবেদন করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গত ১ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস আলমসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি পাওয়া যাচ্ছিল না। এ তালিকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি সাদিক কায়েমের ফেসবুক আইডিও ছিল।

বুধবার (১ জানুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয়।

বুধবার রাত সাড়ে ১০টার পর সার্চ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও পাওয়া যাচ্ছিল না।

Crack Platoon-Bangladesh Cyberforce নামের একটি ফেসবুক পেজে হাসনাত, সারজিসসহ অন্যদের স্বাধীনতাবিরোধী দাবি করে তাদের ফেসবুক আইডি হ্যাক করার ইঙ্গিত দেওয়া হয়।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
ঈদ টার্গেট করে বিপুল জাল নোট তৈরি, ৪০ লাখ ছাড়ার পর পুলিশের হাতে ধরা
সুনামগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড, সুপার ওভারে শূন্য রানেই অলআউট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা