চলতি বিপিএলে ঢাকার প্রথম পর্ব শেষে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে যারা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৫, ১৫:২০
অ- অ+

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের মাঠের লড়াই। গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। দেখতে দেখতেই শেষ হলো বিপিএলের একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা।

তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল। এর মধ্যে শেষ হয়েছে ঢাকার প্রথম পর্বের ম্যাচগুলো। বিপিএল এবার পা রাখবে চায়ের দেশ সিলেটে।

৩০ ডিসেম্বরর-০৩ জানুয়ারি ঢাকা পর্বে অনুষ্টিত হয় ৮ টি ম্যাচ। বিপিএলের প্রথম পর্বে অংশগ্রহণকারী সাতটি দল অন্তত দুইটি করে ম্যাচ খেলেছে। তবে তিনটি করে ম্যাচ খেলেছে তিনটি দল। তারা হলো- রংপুর রাইডার্স, দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স, চিটাগং কিংস, ফরচুন বরিশাল। একটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স।

ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

নুরুল হাসান সোহানের দল আসরের ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২ ম্যাচ থেকে শতভাগ জয় নিয়ে টেবিলের দুইয়ে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। যারা ঢাকা পর্বের শেষ ম্যাচে তারকাবহুল ঢাকা ক্যাপিটালসে ২০ রানে পরাজিত করেছে।

টেবিলের তিনে রয়েছে ২ ম্যাচ থেকে এক জয় ও এক হারে ২ পয়েন্ট নিয়ে চিটাগং কিংস। সমান ম্যাচ সমান জয় ও পরাজয় নিয়ে রানরেটে পেছনে থেকে টেবিলের চারে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

তিন ম্যাচ থেকে ২ হার ও এক জয় থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট শূণ্য থেকে অবস্থান করছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে।

এদিকে ঢাকা পর্বে শেষ হওয়া ৮ ম্যাচে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয়জয়কার। বোলিংয়ের শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে বাংলাদেশের রয়েছেন ৯ জন। অন্যদিকে ব্যাটিংয়ের শীর্ষ পাঁচের তিনজন বাংলাদেশি। শীর্ষ দশ হিসেব করলে ৫ জন বাংলাদেশি।

ব্যাটিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

১. এনামুল হক বিজয় (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১৪৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৭৩ রান। ২. উসমান খান (চিটাগাং কিংস), ২ ম্যাচ ১৪১ রান, সর্বোচ্চ ১২৩ রান। ৩. থিসারা পেরেরা (ঢাকা ক্যাপিটালস), ৩ ম্যাচ ১৪১ রান, সর্বোচ্চ অপরাজিত ১০৩ রান। ৪. ইয়াসির আলী রাব্বি (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১৩২ রান, সর্বোচ্চ অপরাজিত ৯৪ রান। ৫. সাইফ হাসান (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ১০৬ রান, সর্বোচ্চ অপরাজিত ৬২ রান।

বোলিংয়ের শীর্ষ ৫ এ রয়েছেন যারা

১. তাসকিন আহমেদ (দুর্বার রাজশাহী), ৩ ম্যাচ ১২ উইকেট, সেরা বোলিং ৭/১৯। ২. খুশদিল শাহ (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ৭ উইকেট, সেরা বোলিং ৩/১৮। ৩. নাহিদ রানা (রংপুর রাইডার্স), ৩ ম্যাচ ৬ উইকেট, সেরা বোলিং ৪/২৭। ৪. আবু হায়দার রনি (খুলনা টাইগার্স), ২ ম্যাচ ৬ উইকেট, সেরা বোলিং ৪/৪৪। ৫. অ্যালিস আল ইসলাম (চিটাগাং কিংস), ২ ম্যাচ ৫ উইকেট, সেরা বোলিং ৩/১৭।

(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা