সীতাকুণ্ডের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ড ডিসি পার্কে উদ্বোধন করা হয়েছে ফুল উৎসব। শনিবার (৪ জানুয়ারি) সীতাকুণ্ডের ফৌজদারহাট পোর্ট লিং রোডে তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।
ম্যাসব্যাপী এবারের উৎসবে থাকছে ১৩৬ প্রজাতির লক্ষাধিক বাহারি ফুলের সমারোহ। বাড়তি আকর্ষণ ঘুড়ি উৎসব, পিঠা উৎসব, চিত্রপ্রদর্শনী, মিউজিক ফেস্টসহ নানা আয়োজন থাকছে।
প্রধান অতিথি বলেন, ২০২২ সালের আগে এই জায়গাটি ছিল মাদকসেবন ও কারবারিদের আস্তানা। সন্ত্রাস-ছিনতাইয়ের স্পট হিসেবে পরিচিত ছিল এটি। তৎকালীন ডিসি ফকরুউদ্দীন অবৈধ আস্তানা গুঁড়িয়ে দিয়ে গড়ে তোলেন পার্ক। ফুলের সুবাস ছড়িয়ে গেল চারপাশে। গোবরে পদ্ম ফোটে, ডিসি পার্ক তার প্রমাণ।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত সচিব খোরশেদ আলম ও জয়নাল আবেদন।
চট্টগ্রামের অন্যতম পর্যটন স্থান ডিসি পার্কের ফুল উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থদের জন্য খোলা থাকবে। প্রবেশের জন্য টিকেট কাটতে হবে জনপ্রতি ৫০ টাকা দিয়ে।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এখানে ১২ লাখ লোকের সমগম হয়। ২০২৫ সালে ১৫ লাখ লোকের আগমন হবে বলে আশা করেন তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সীতাকু্ণ্ড উপজেলা নিবার্হী র্কমর্কতা কে এম রফিকুল ইসলাম, সীতাকুণ্ড সহকারী (ভূমি) কমিশনার মামুনুর রশিদ প্রমুখ।
ডিসি পার্ক পরির্দশনে বিএনপির নেতা আসলাম চৌধুরী
ফুল উৎসব উদ্বোধনের পর ডিসি পার্ক পেরিদর্শন করেন বিএনপির নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ। তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরছালিম ও দলীয় নেতাকর্মীরা।
এই সময় আসলাম চৌধুরী বলেন, মাদকের আস্তানা এখন ফুলের বাগান। এভাবে মানুষের রুচির পরিবর্তন হবে।
(ঢাকাটাইমস/৪জানুয়ারি/মোআ)

মন্তব্য করুন