‘নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা চলছে’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ২১:১৪
অ- অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে। দেশের মানুষ ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় না। তারা দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায়।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা শিতলতলা গ্রামে অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সাইদ সোহরাব বলেন, ‘ভোট নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। এসব টালবাহানা চলবে না।

গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, 'গণতন্ত্র রক্ষায় দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মী প্রহরায় রয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি হযরত আলী মিঞা, উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর আলম মৃধা, পৌর কৃষক দলের আহ্বায়ক মান্নান খান মান্না, জামুর্কী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান শপথ প্রমুখ। (ঢাকাটাইমস/৫জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা