বরিশালের বিপক্ষে ১৬৮ রানের পুঁজি পেল রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:১৯| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২০:২৮
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের সিলেট পর্ব শুরু হয়েছে আজ থেকে। সিলেট পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৬৮ রানের পুঁজি পেয়েছে রাজশাহী। ইনিংসে কেউ অর্ধশতকের দেখা পাননি। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান এসেছে অধিনায়ক এনামুল হকের ব্যাট থেকে।

দুর্বার রাজশাহীর হয়ে আজ ওপেনিংয়ে নামেন মোহাম্মদ হারিস ও জিসান আলম। শুরু থেকেই দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে ভযঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামিয়ে বরিশালকে ব্রেকথ্রু এনে দেন তানভীর ইসলাম। তানভীর ইসলামের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ১৬ বলে ২২ রান করা মোহাম্মদ হারিস। তার বিদায়ে ৩০ রানে ওপেনিং জুটি ভাঙে বরিশালের।

মোহাম্মদ হারিসের বিদায়ের পর এনামুল হক বিজয়ের সঙ্গে জুটি গড়েন জিসান আলম। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করতে থাকে রাজশাহী। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠছিল এই জুটি। অবশেষে এই জুটিকে থামান ফাহিম আশরাফ।

ফাহিম আশরাফের বলে প্রীতম কুমারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জিসান আলম। আউট হওয়ার আগে করেন ২৭ বলে ৩৮ রান। তার বিদায়ে ভাঙে ৫৫ রানের জুটি।

জিসান আলমের বিদায়ের পর জুটি গড়ে দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। তবে থীতু হয়েও নিজের ইনিংসকে বড় করতে পারেননি ইয়াসির আলী। ২৩ বলে ৩৭ রান করে শাহীন শাহ আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।

ইয়াসির আলীর বিদায়ের পর সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়ও। তাকেও ফেরান শাহীন শাহ আফ্রিদি। আউট হওয়ার আগে করেন ৩৫ বলে ৩৯ রান।

এই দুই ব্যাটারের বিদায়ের পর জুটি গড়েন রায়ান বার্ল ও আকবর আলী। পঞ্চম উইকেটে এই জুটির অপরাজিত ১৮ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দুর্বার রাজশাহী।

(ঢাকাটাইমস/০৬ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা