গণঅধিকারের ফারুকের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২ আসামির জামিন

কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দুই আসামি জামিন পেয়েছেন। আসামিরা হলেন- জাতীয় বিপ্লবী পরিষদের দুই কর্মী মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোল।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে জামিনের এই আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর প্রশান্ত কুমার সাহা।
আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন। এর আগে সোমবার ভোর ৪টা ২০মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি জনতাবদ্ধে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আসামি এসকে আবির আহামেদ শরীফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা টিপ ছুরি দিয়ে ফারুকের কপালে মারলে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আসামি হিল্লোলসহ অন্যরা তাকে এলোপাতারিভাবে কিল, ঘুষি মেরে ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে৷ তার পরনে থাকা কাপড় চোপড় ধরে টানা হেচড়া করে ছিড়ে ফেলে। এসময় তার কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান নিজে বাদী হয়ে মামলা করেন।
ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএস

মন্তব্য করুন