সরকারি স্কুলের পাশে ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা!

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৫, ১৫:৪৮
অ- অ+

সরকারি স্কুলের পাশে ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা!

ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিকের পাশে গড়ে তোলা হয়েছে ছাড়পত্রহীন অবৈধ ইটভাটা। সেখানে কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এই ইটভাটার স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর আসা-যাওয়া এবং বিদ্যালয় মাঠে শিক্ষার্থীসহ স্থানীয়রা করে খেলাধুলা। ফলে ইটভাটর ধোঁয়ায় পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে ও শিক্ষার্থীরা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

উপজেলার যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাঙার পাড় ব্রিজের উত্তরে বাগবাড়ী বিবিসি নামে অনুমোদনহীন ইটভাটি গড়ে তোলা হয়েছে। এই ইটভাটার সংলগ্নে বাগবাড়ী উচ্চ বিদ্যালয়, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী কমিউনিটি ক্লিনিকসহ বেশ কয়েকটি মসজিদ ও মাদরাসা রয়েছে।

ইটভাটায় সরেজেমিনে দেখা গেছে, স্কুলের পাশেই আবাদি জমিতে এই বিবিসি ইটভাটা স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে যত্রতত্র পোড়ানো হচ্ছে ইট। চুল্লিতে কাঠ দিয়ে পোড়ানো কালো ধোঁয়ার কারণে আশপাশ ছেয়ে যায়। ধুলো ও ধোঁয়ার আস্তরণ পড়ে বই ও বেঞ্চের উপর।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৯ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরুপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। এমন আইন থাকলেও সেটা না মেনে স্থাপন করেছে ‘বিবিসি’ ইটভাটাটি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইট পোড়ানোর চুল্লির ধোঁয়া, রাস্তার ধুলা এবং মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত ট্রাক ও বাংলা ট্রলি গাড়ির শব্দে অতিষ্ঠ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও আমরা অতিষ্ঠ। ধোয়ায় যেমন পরিবেশের ব্যাপক সাধিত হচ্ছে তেমনি আমরা এলাকাবাসী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। এ নিয়ে প্রতিবাদও করতে পারি না।

বাগবাড়ী উচ্চ বিদ্যালয় ও বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে জানান, স্কুল সংলগ্ন এই ইটভাটার কালো ধোঁয়া এসে শ্রেণিকক্ষে ঢুকে পরিবেশ নষ্ট করছে। এতে আমাদেও শ্বাস নিতে কষ্ট হয়। আমরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। স্কুলের কাছ থেকে এই ইটভাটাটি আমরা দ্রুত সরানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বলেন, স্কুল সংলগ্ন এই ইটভাটার কারণে শিক্ষাকার্যক্রম ব্যাহৃতের পাশাপাশি পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে এবং অনেকে শিক্ষার্থীরা প্রায়ই শ্বাসকষ্টের শিকার হচ্ছে। কয়েক বছর আগে স্কুলের পাশে এই ইটভাটাটি বন্ধে শিক্ষার্থীরা মানববন্ধন করেও তার কোনো প্রতিকার পাননি।

অনুমোদন না থাকার কথা স্বীকার করে ইটভাটার ম্যানেজার মো. নজরুল ইসলাম বলেন, ইটভাটাটির ছাড়পত্র নেই। তাহলে কিভাবে ভাটা পরিচালনা করছেন জানতে চাইলে তিনি এ বিষয়টি এড়িয়ে যান।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, এ ব্যাপারে ওই ইটভাটা বন্ধে আদালতে মামলা করা হয় এবং গত ২০২৪ সালে চার্জসিটও দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৮জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিপুল সমাগমে নয়াপল্টনে চলছে শ্রমিকদলের সমাবেশ
রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৩ 
শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
শিবচরে প্রতিবন্ধী ছেলেকে সেতু থেকে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা