বরিশালের বিপক্ষে টস জিতে বোলিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৩:২৬
অ- অ+

একদিন বিরতি দিয়ে আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) আবারও শুরু হচ্ছে বিপিএলের মাঠের লড়াই। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের এখন পর্যন্ত সফলতম দুই দল রংপুর ও বরিশাল। সিলেটে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ৫ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। জয় ছাপিয়ে দলটার পারফরম্যান্স হট ফেবারিটের তকমা জুড়ে দিয়েছে এরই মধ্যে। কোনো ম্যাচেই প্রতিপক্ষ রাইডার্সদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি।

অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একমাত্র হারটা এসেছে এই রংপুরের বিপক্ষেই। মিরপুরের হোম অব ক্রিকেটের প্রথম দেখায় ৮ উইকেটের বড় ব্যবধানে তামিম ইকবালদের হারায় তারা। সিলেট পর্বে সে প্রতিশোধ নেয়ার সুযোগ বরিশালের সামনে।

বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কাইল মেয়ার্স, তাওহীদ হৃদয়, জাহানদাদ খান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও তানভীর ইসলাম। রংপুর একাদশ: তাওফিক খান, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, নাহিদ রানা, আকিফ জাভেদ ও কামরুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৯ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা