সাংবাদিক সামির পোস্ট
শেখ হাসিনার প্রাসাদ গণভবন এখন যেমন

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরপরই ছাত্র-জনতা প্রবেশ করে তার সরকারি বাসভবন গণভবনে। সেখানে ভাঙচুর, লুটপাতের মতোও ঘটনা ঘটে। প্রায় দুই দিন সেখানে সাধারণ মানুষের যাতায়াত ছিল। পরে অবশ্য গণভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান অন্তর্বর্তী শেখ হাসিনার সেই সরকারি বাসভবনকে জাদুঘরে রূপ দেওয়ার প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দিয়েছে। এরইমধ্যে শুরু হয়ে কার্যক্রমও।
পাঁচ মাস পর সেই গণভবনের কী অবস্থা তা তুলে ধরে একটি ছবিসহ পোস্ট করেছেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ওরফে সামি।
তার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাসিনার বসবাসের ভবনের ভেতরে একটি কুকুর বসে রয়েছে। চারপাশে ময়লার ভাগাড় হয়ে আছে।
সামি তার পোস্টে সুরা আল ইমরানের ২৬ নং আয়াত ‘হে নবী বলুন, আল্লাহ! তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য দান কর আর যার থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মানিত কর আর যাকে ইচ্ছে অপদস্থ কর, তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর উপর ক্ষমতাবান’ উল্লেখ করেন। এরপর লেখেন- ‘শেখ হাসিনার প্রাসাদ গণভবন এখন যেমন।’
এদিকে গত ২ নভেম্বর লেখক ও গবেষক এবাদুর রহমানকে আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে যুগ্ম আহ্বায়ক করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ কমিটি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত অক্টোবরে গণভবন পরিদর্শনও করেন।
গণভবনের অবস্থান জাতীয় সংসদের উত্তর কোণে; শেরেবাংলা নগরে। সেখানে বসবাসকারী একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারপ্রধান হিসেবে এখানেই ছিলেন তিনি। এরপর ২০০৯ সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সংস্কারের কাজ সম্পন্ন হলে ২০১০ সালে পরিবারসহ গণভবনে ওঠেন শেখ হাসিনা। সেই থেকে ৫ আগস্ট দেশ ছাড়ার আগ পর্যন্ত সেটিই ছিল তার ঠিকানা।
(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এসএস/ইএস)

মন্তব্য করুন