সিরাজদিখানে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উগ্র-জঙ্গী সাদপন্থিদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার রাজানগর ইউনিয়নের ভাড়ারিয়া বাজারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাড়ারিয়া বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজানগর বাজারে গিয়ে শেষ হয়।
উলামা মাশায়েখ বাংলাদেশ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, নয়া নগর মাদরাসা মুহতামিম মাওলানা শাহাদাত হোসেন, তেঘরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, রাজনগর বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলীমোজ্জামান, ডাক্তার সাইফুল ইসলাম, শাকিল আহমেদ মিঠু, ডা. শাহাবুদ্দিন প্রমুখ।
(ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)
মন্তব্য করুন