মেঘনায় যাত্রীবাহী ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:০২| আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার আনুমানিক রাত ৮টায় মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গোয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার এবং স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে স্পিডবোটের তিনজন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং একজন নিখোঁজ হয় বলে জানা যায়। খবর পাওয়া মাত্রই বিসিজি স্টেশন পাগলা হতে ৬ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে দুপুর ১টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে দুপুর ২টায় কোস্ট গার্ড ডুবুরি দল নিখোঁজ ব্যক্তি নাঈম (২৫) এর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, নাঈম বরইচর উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা মোহন ভান্ডারের ছেলে। পরবর্তীতে উদ্ধারকৃত মরদেহটি গজারিয়া থানা নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আরও ৩৪ আইনজীবী নিয়োগ
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা