ভোরের কাগজ অনলাইনের মালিকানা পরিবর্তনের আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৫, ২১:০৮
অ- অ+

ভোরের কাগজ অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের (রেজিস্ট্রেশন) স্বত্বাধিকারীর নাম পরিবর্তন চেয়ে তথ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। গত ১১ ডিসেম্বর নির্বাহী সম্পাদক এ কে সরকার স্বাক্ষরিত একটি আবেদনের চিঠি প্রধান তথ্য কর্মকর্তা বরাবর পাঠানো হয়। পরেরদিন তা তথ্য অধিদপ্তর কর্তৃপক্ষ রিসিভ করে।

আবেদনে বলা হয়েছে, ভোরের কাগজ ডট কম অনলাইন নিউজ পোর্টাল এর নিবন্ধনের (রেজিস্ট্রেশন) স্বত্ত্বাধিকারী হিসেবে শ্যামল দত্তের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু স্বত্ত্বাধিকারী হিসেবে সকল কাগজপত্রে সাবের হোসেন চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। এমতাবস্থায় ভোরের কাগজ ডটকম অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধনের স্বত্ত্বাধিকারীর নাম সাবের হোসেন চৌধুরী করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আপনার বরাবর প্রেরণ করা হলো। এ বিষয়ে সহযোগীতার জন্য অনুরোধ ওই চিঠিতে অনুরোধ করা হয়।

এদিকে সোমবার দৈনিক ভোরের কাগজ প্রকাশনা বন্ধের ঘোষণা দিয়েছে পত্রিকাটির মালিকপক্ষ। নোটিশে বলা হয়, শ্রম আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোরের কাগজের দায়িত্বশীল একাধিক সংবাদকর্মী ঢাকা টাইমসকে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত-শিবিবের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতার পাশে তারেক রহমান
গোপালগঞ্জের সংঘর্ষে নিহত বেড়ে ৪
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা