শ্রীপুরে গভীর রাতে কারখানার গোডাউন লুট

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে বিশেষ কৌশলে কারখানার গোডাউনের ছিটকিনি খুলে লুটের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টের গোডাউনে এ ঘটনা ঘটে।
এ সময় গোডাউনের ক্যাশে থাকা নগদ ছয় লাখ ১৯ হাজার ৫৫০ টাকা, ইয়ামাহা ভার্সন-৩ মডেলের একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ডাকাতদল।
গোডাউনের ম্যানেজার আসাদুল্লাহ আপন বলেন, ‘গভীররাতে গোডাউনে ঢুকে বিশেষ কৌশলে রুমের ভেতরের ছিটকিনি খুলে একটি ডাকাতদল প্রবেশ করে। আমরা ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ৬-৭ জন লোক এসে আমাদের হাত-পা, মুখ বেঁধে ফেলে। এরপর তারা আমাদের গলায় চাপাতি ঠেকিয়ে নগদ টাকা, মোটরসাইকেল এবং মোবাইল ফোন নিয়ে গেছে। তাদের একজনের হাতে একটি পিস্তল ছিল।’
গোডাউনের হিসাবরক্ষক তুহিন আলী বলেন, গতরাতে কাজ শেষ করে আমরা দুজন গোডাউনে একসাথে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ৬-৭ জন লোক ঘরের দরজার ছিটকিনি খুলে আমাদের হাত-পা মুখ বেঁধে ডাকাতি করে সব নিয়ে গেছে।’
কোম্পানির ডিলার এমদাদ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে সব গুছিয়ে গোডাউন থেকে আমি বাসায় চলে যাই। সকালে ডাকাতির খবর শুনে গোডাউনে উপস্থিত হই। আমাদের ক্যাশে থাকা নগদ টাকা, মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোনসহ কাপড় লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দরজা ভেঙে রুমের ভেতরে ঢোকার কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন