ভৈরবে ১১ একর বেদখল খাল উদ্ধার 

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৫, ২০:০৮
অ- অ+

কিশোরগঞ্জের ভৈরবে ১১ একর বেদখল খাল উদ্ধার করেছে প্রশাসন।রবিবার বিকাল ৪টায় পৌর শহরের জগন্নাথপুর এলাকার বাল্লা বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন।

পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে জলাশয় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসাবে ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মৌজার ১১ একরের বাল্লা বিলটি রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় অর্ধেকের মত বেদখল হয়ে যায়। ফলে উদ্ধার অভিযানে নামে প্রশাসন।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ভৈরবের যেসকল খাল ও জলাশয় অবাধে ভরাট ও বেদখল হয়ে রয়েছে। সেসব জলাশয় বা খাল পুনরুদ্ধারে অভিযান চালানো হয়েছে। পৌর শহরের জগন্নাথপুর এলাকার লক্ষ্মীপুর মৌজার খাস জমিতে বেদখলে থাকা ১১ একর পরিমাণের খালটি উদ্ধার করে তার স্বাভাবিক গতিতে চলার মত পরিবেশ তৈরি করে দেয়া হয়েছে।

শহরের এ ধরনের যেসব জলাশয় ও খাল রয়েছে তা উদ্ধারে কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান আহমেদ রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক ও নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন।

(ঢাকা টাইমস/২৬জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন বাবর
চাঁদপুরের সাবেক ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, ২ পুলিশসহ আহত ৫
গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা