শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ, আটক ১

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:১৪| আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৩
অ- অ+

ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টসসহ হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ– বিজিবি। বৃহস্পতিবার সকালে সীমান্তের পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে ডায়মন্ড অর্নামেন্টসসহ তাকে আটক করা হয়।

আটক পাচারকারী ওই গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভুলট বিওপির বিজিবির একটি দল ওই সীমান্তের পাঁচভুলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়। বেনাপোল অভিমুখী ব্যাটারিচালিত একটি ভ্যান আসতে দেখে বিজিবি সদস্যরা ভ্যানটি আটক করে। এসময় ভ্যানে থাকা একজনকে দেখে বিজিবির সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় স্কচটেপ কোমরে বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়।

জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসের ওজন ২১০ গ্রাম। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ভারত থেকে পাচার হয়ে আসা পাঁচভুলট সীমান্ত থেকে ডায়মন্ড অর্নামেন্টসের বড় একটি চালান জব্দসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত হাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

(ঢাকা টাইমস/৩০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা