১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮
অ- অ+

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থেকে পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ঘন কুয়াশার কারণে নৌরুটের দিক নির্ণয় করতে না পেরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝ পদ্মায় নোঙর করা হয় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং বাইগার নামের দুটি ফেরি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ জন্য নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ বেলা ১১টার দিকে কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা
নরেন্দ্র মোদীকে প্রতিবাদ পত্র দিয়েছে জাগপা
যুক্তরাষ্ট্র প্রকাশ করল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন
এক বছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৫টি প্রকল্প বাতিল, সাশ্রয় ৪২৬ কোটি টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা