সমাধানের প্রক্রিয়া চলমান, তিতুমীর শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বললেন উপদেষ্টা নাহিদ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২২| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১
অ- অ+
উপদেষ্টা নাহিদ ইসলাম (ফাইল ছবি)

তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আর সে পর্যন্ত রাজধানীর এই কলেজটির শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার কলেজটির শিক্ষার্থীরা গুলশান লিংক রোড অবরোধ করেছেন। এছাড়া সকাল থেকে কলেজ শাটডাউন ঘোষণা করায় সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, ‘ইতিবাচক সমাধানের লক্ষ্যে প্রক্রিয়া চলমান। আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। তাদের শিক্ষা জীবন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব না।’

জনভোগান্তি না করার আহ্বান জানিয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, ‘জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি। আশা করি সবার জন্যই ভালো কিছু হবে।’

এদিকে সকালে একই সময়ে জগন্নাথ হলে সরস্বতী পূজার আয়োজন পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। এসময় তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত অবরোধ-হরতাল কর্মসূচি নিয়ে কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘পাঁচই আগস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই যেকোনো সুযোগ খুঁজে বেড়াচ্ছে। এ ধরনের উস্কে দেওয়ার মতো পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।’

‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনো ভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না।’

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে বিজিবির হানা: আইস ও পিস্তলসহ যুবক গ্রেপ্তার
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা