জয়পুরহাটে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭
অ- অ+

জয়পুরহাটে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা রশিদুলের বিরুদ্ধে। রবিবার রাতে পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোমবার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত আব্দুর রাজ্জাক জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার আব্দুর রাজ্জাক আমদই বাজারে ওয়াজ মাহফিলে গেলে সেখান থেকে ডেকে নিজের বাড়ি পাঁচবিবি উপজেলার উচাই মধ্যপাড়া গ্রামে নিয়ে আসেন তার ভাতিজা রশিদুল ইসলাম। এরপর রাতে তাকে মারধর ও নির্যাতন করলে রাজ্জাক মারা যান।

পরে সোমবার সকালে বাড়িতে তালা দিয়ে পরিবারসহ পালিয়ে যান রশিদুল। এরপর বিকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মেয়ে ঘটিত বিষয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব পাঁচবিবি সার্কেল) আরিফ হোসেন বলেন, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া দুই হাত থেতলানো ছিল। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

তিনি আরও জানান, এখানে নারী ঘটিত একটা বিষয় আছে বলে এলাকাবাসী বলছে। তবে সঠিক জানি না। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/৩ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, নতুন ভর্তি ৩৩১
রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক
সংলাপের নামে নাটক করছেন প্রধান উপদেষ্টা : কাজী মামুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা