২ মিনিটে মোলায়েম ত্বক পাওয়ার উপায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪
অ- অ+

মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল মোলায়েম করতে স্ক্রাবিং-এর কোনও জুড়ি নেই। হাতে সময় একেবারে না থাকলেও সপ্তাহে অন্তত দু’বার স্ক্রাব করা প্রযোজন। প্রতিদিনের যত্নের পরেও ত্বকের ছিদ্রে ব্যাকেরিয়া, মৃত কোষ, ঘাম, তেল, ময়লা জমা হতে থাকে। এর ফলে ত্বক ক্রমশ কালচে এবং নিস্তেজ হয়ে পড়ে। নিয়মিত স্ক্রাবিং-এর ফলে এগুলি সহজে দূর হয়। ত্বক উজ্জ্বল এবং মোলায়েম হয়ে ওঠে।

স্ক্রাব করার জন্য বাজারে নামীদামি সংস্থার বহু স্ক্রাবার রয়েছে। তবে প্রাকৃতিক স্ক্রাবার অনেক বেশি নিরাপদ। এর থেকে সংক্রমণের সম্ভাবনা থাকে না বললেই চলে। গবেষণা বলছে, প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ফেসিয়াল স্ক্রাবগুলি কোনও ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বকের স্বাস্থ্য এবং উজ্জ্বলতা বৃদ্ধি করে।

তৈলাক্ত ত্বকের জন্য কিউই ফেস স্ক্রাব

একটি পাত্রে কিউই পাল্প নিয়ে তাতে ২ টেবিল চামচ চিনি এবং ১ ফোঁটা অলিভ অয়েল যোগ করুন। ভালো করে মিশিয়ে আঙুলের ডগা দিয়ে মুখে মেখে বৃত্তাকারে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর, উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে পছন্দের ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।

শুষ্ক ত্বকের জন্য নারকেল তেলের স্ক্রাব

১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ চিনি এবং ১ ফোঁটা লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এ বার আঙুলের ডগা দিয়ে বৃত্তাকারে এই স্ক্রাবারটা মুখে ম্যাসাজ করুন। এ ভাবে ১০ মিনিট ঘষার পর, উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

সংবেদনশীল ত্বকের জন্য ওটমিল স্ক্রাব

একটি পাত্রে ১ টেবিল চামচ ওটমিল গুঁড়ো, ১ টেবিল চামচ মধু এবং এক ফোঁটা লেবুর রস যোগ করে ভালো ভাবে মিশিয়ে নিন। ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করার পর এই স্ক্রাবারটি দিয়ে মুখ ম্যাসাজ করুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে মুখে পছন্দের ময়েশ্চারাইজ়ার লাগান।

মিশ্র ত্বকের জন্য কফির স্ক্রাবার

১ টেবিল চামচ গুঁড়ো কফি এবং ১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যোগ করে মিশিয়ে নিন। এই স্ক্রাবটি সারামুখে মেখে আলতো করে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর, জল দিয়ে মুখ পরিষ্কার করুন এবং ময়েশ্চারাইজ়ার লাগান।

উজ্জ্বল ত্বকের জন্য টম্যাটো ফেস স্ক্রাব

অর্ধেক টম্যাটো গ্রেট করে নিন। তাতে চিনি মিশিয়ে মিনিট পাঁচেক বৃত্তাকার ভাবে আলতো করে ম্যাসাজ করুন। তার পর জল দিয়ে মুখে ধুয়ে নিন। একে একে টোনার এবং ময়শ্চারাইজ়ার লাগিয়ে নিন।

ব্ল্যাকহেডস্ দূর করতে লেবুর স্ক্রাবার

একটি পাত্রে ১/২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ নুন এবং ১ টেবিল চামচ জল যোগ করে ভালো ভাবে মিশিয়ে নিন। স্ক্রাবারটি সারা মুখে আলতো করে মেখে ২-৩ মিনিট ধরে ম্যাসাজ করুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজ়ার মেখে নিন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ. লীগকে ৫ আগস্ট দেশের জনগণ নিষিদ্ধ করেছে: আবু হানিফ 
ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, মহিলা লীগের নেত্রীসহ আটক ৩
বার্সেলোনায় যোগদানের সম্ভাবনা ছিল হামজার, ব্রিটিশ গণমাধ্যম
মোদি সরকারের বিরুদ্ধে মামলা করলো ইলন মাস্কের ‘এক্স’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা