আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে জামায়াত

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যাবে।
বৈঠক শেষে নির্বাচন ভবনের সামনে মিয়া গোলাম পরওয়ার ব্রিফিং করবেন।
এর আগে গত রবিবার বিএনপির প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে।
ওই বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হলে বাধা দেবে বিএনপি।
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের ক্ষমতা ইসির নেই উল্লেখ করে তিনি আরও বলেছিলেন, “ইসির সঙ্গে আলাপে মনে হয়েছে, আগামী মে-জুনের মধ্যে ইসি পরিপূর্ণভাবে সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত হবে।”
(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন