ভোলায় গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরুচুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তজুমদ্দিন উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা নয়ন (২৬) ও বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা মো. আমির হোসেন (২৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরের দিকে সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুচুরির সময় হাতেনাতে ধরা পড়েন ওই দুজন। পরে গরুর মালিক আব্দুল খালেকের পরিবারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। তবে নিহত দুজন পেশাদার গরুচোর বলেও দাবি করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, খবর পেয়ে সকালের দিকে মরদেহ তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/১৩ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন