কোপা দেল রে: সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষ বার্সেলোনার, রিয়াল যাকে পেল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৮
অ- অ+

স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তিন জায়ান্ট ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। তাদের সঙ্গে শেষ চারে জায়গা করে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। এবার সেমিফাইনালের লাইনআপ দেখে রিয়াল মাদ্রিদ বোধহয় খুশিই হবে।

তাদের দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের যে দেখা হয়ে যাচ্ছে সেমিফাইনালে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে রিয়াল সোসিয়েদাদকে।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) কোপা দেল রে'র সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদের নাম। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রত্যাশামাফিক জয় পেলে টুর্নামেন্টটির ফাইনালে আরেকটি এল ক্লাসিকো দেখার সুযোগ আসবে।

২০১৪ সালের পর এই প্রথম রিয়াল-বার্সা-অ্যাতলেটিকো তিন দলই এই প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে। কাকতালীয়ভাবে সেবারও চতুর্থ দল ছিল সোসিয়েদাদ। সেবার অবশ্য সেমিফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ছিল অ্যাতলেটিকো, আর বার্সেলোনার সোসিয়েদাদ। রিয়াল সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-০ ব্যবধানে এবং বার্সেলোনা ৩-১ ব্যবধানে জয় পায়। ফাইনালে বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

কোপা দেল রে'র সেমিফাইনালের ফলাফল নির্ধারিত হবে দুই লেগের লড়াইয়ে। এর প্রথম লেগ মাঠে গড়াবে আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি। অর্থাৎ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের শেষে এবং শেষ ষোলোর চূড়ান্ত লড়াই শুরুর এক সপ্তাহ আগে ঘরোয়া এই টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ের প্রথম লেগ মাঠে গড়াবে।

এরপর ফিরতি লেগের জন্য অপেক্ষা করতে হবে লম্বা সময়। ১ ও ২ এপ্রিল দ্বিতীয় লেগ মাঠে গড়াবে। ফিফার আন্তর্জাতিক বিরতির ঠিক পরেই মাঠে গড়াবে এই লেগের খেলা।

কোপা দেল রে'র সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ঘরের মাঠ মন্তেজুইয়ে খেলবে, এরপর ফিরতি লেগ অ্যাতলেটিকোর মাঠ মেত্রোপলিতানোয় অনুষ্ঠিত হবে। অন্যদিকে রিয়াল প্রথম লেগ খেলবে সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় ফিরতি লেগ অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল সেভিয়ার ঘরের মাঠ লা কর্তুয়ায়।

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার কার্যালয়সহ বেশকিছু এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা